তাদের সাহস নেই বলেই পালিয়ে নানা কথা বলছে। নির্বাচন অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, আমরা অনুরোধ করবো এসব জঙ্গি ও ফ্যাসিস্টদের অন্যান্য দেশগুলো যেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। তাদের সাহস থাকলে দেশে এসে আইনের আশ্রয় নিয়ে কথা বলুক।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সে ৬৩তম ব্যাচ নারী কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙে না।
সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে। কোনো কারা সদস্য স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়, এটি রাষ্ট্রের নিরীহ জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। জনকল্যাণই একমাত্র তার ব্রত। নবীন কারারক্ষীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যে পথে পা রাখতে যাচ্ছেন, তা সম্মানজনক, কিন্তু একইসঙ্গে কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ।