• দেশজুড়ে
  • শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, অন্তত ৩০ জন আহত

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, অন্তত ৩০ জন আহত

দেশজুড়ে ১ মিনিট পড়া
শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, অন্তত ৩০ জন আহত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর-২ আসনের নড়িয়া উপজেলায় ফেসবুকে ‘হ্যাঁ-না’ ভোট সংক্রান্ত একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীদের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ভোজেশ্বর পাইলট মোড় এলাকায়, পুলিশের উপস্থিতিতেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামায়াত সমর্থক শাহ আলম, মিজানুর রহমান, জাকির সিকদার, ওবায়দুল্লাহ ও কাজী নজরুলসহ বেশ কয়েকজন রয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থকদের মধ্যে সবুজ মাদবর, নাসির খান, মিজানুর সিকদারসহ অনেকে আহত হয়েছেন। আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ‘না ভোট’ সংক্রান্ত স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সংঘর্ষের ঘটনায় শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখা সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। দলটির নায়েবে আমীর জানান, দুপুরে নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে জামায়াতের কর্মীরা একটি ছাপাখানায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিএনপি সমর্থকদের সঙ্গে গণভোটের ‘হ্যাঁ-না’ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে শরীয়তপুর-২ আসনের বিএনপি প্রার্থী সফিকুর রহমান কিরণ অভিযোগ করে বলেন, একজন নারীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত সমর্থকরা বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Tags: বিএনপি সংঘর্ষ জামায়াত নড়িয়া