• দেশজুড়ে
  • বাউফলবাসী এবার আদর্শ,সততা ,যোগ্যতা এবং কাজ দেখে ভোট দিবে: ড. মাসুদ

বাউফলবাসী এবার আদর্শ,সততা ,যোগ্যতা এবং কাজ দেখে ভোট দিবে: ড. মাসুদ

দেশজুড়ে ১ মিনিট পড়া
বাউফলবাসী এবার আদর্শ,সততা ,যোগ্যতা এবং কাজ দেখে ভোট দিবে: ড. মাসুদ

পটুয়াখালী প্রতিনিধি

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফলবাসী এবার দল মতের উর্ধ্বে উঠে ,এবার তারা ন্যায় ও ইনসাফ বিজয় করার জন্য তারা এবার ব্যাক্তি প্রতীক দেখবে না ।তারা এবার আদর্শ, সততা , যোগ্যতা এবং কাজ দেখে ভোট দিবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আপনাদের এলাকার বটকাজলের যে রাস্তাটার সম্পর্কে আপনার আমাকে জানিয়েছিলেন ।আমি বলেছিলাম যদি সরকার থেকে সহযোগিতা না পাই তাহলে আমি ব্যাক্তি বা আমরা দল বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে যা সামর্থ আছে তা দিয়ে রাস্তাটা সংস্কার করেন ।পরবর্তীতে আল্লাহ যদি দেন পাকা রাস্তা করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন তাহলে এবার জিজ্ঞেস করতে চাই বাউফলবাসী এবার কি সমালোচনায় , এবার কারো কথায় ,এবার করো গীবত ,এবার কি কুৎসা রটনায় ভোট দিবে নাকি মানুষ এবার কাজে ভোট দিবে ? বাউফলবাসী এবার কারো কথায় না কাজে ভোট দিবে ।এবার কথায় চিরা ভিজবে না । চিরা ভেজাতে কাজ দিয়ে চিরা ভিজাতে হবে। কাজ করার জন্য তার সক্ষমতাও থাকতে হবে ।আমরা দোয়া কি মুরুব্বিরা যারা এমপি হতে চান আল্লাহ তাদের সক্ষমতা বৃদ্ধি করে দিন ।

তিনি বলেন, সেই সক্ষমতা নিয়ে তিনি নিজেই বলেন তাদের মাননীয় চেয়ারম্যান তাকে কি কারণে নমিনেশন দেছে তিনি নিজেই বিস্মিত । তিনি নিজেই বিষ্ময় প্রকাশ করেন তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তো হুঁশ থাকার কথা না ।আমাদের তো ঘুমাইয়া যাওয়ার কথা । সংসদের একজন জনপ্রতিনিধি খাদেম ও সেবক হিসেবে ভূমিকা পালন করার জন্য সক্ষম ব্যাক্তি ছাড়া নেতৃত্ব বাউফলের মানুষ মেনে নিবে না।

Tags: কাজ আদর্শ সততা যোগ্যতা