• বিনোদন
  • তৃতীয় ছবি 'রানাবালি'-তে ফের একসঙ্গে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা

তৃতীয় ছবি 'রানাবালি'-তে ফের একসঙ্গে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা

২০১৯ সালের 'ডিয়ার কমরেড'-এর পর দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা আবারও ফিরছেন। রাহুল সাঙ্কৃত্যায়ন পরিচালিত অ্যাকশন ছবি 'রানাবালি'-র ঝলক প্রকাশ হতেই উন্মাদনা ভক্তদের মধ্যে।

বিনোদন ১ মিনিট পড়া
তৃতীয় ছবি 'রানাবালি'-তে ফের একসঙ্গে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা

২০১৯ সালের 'ডিয়ার কমরেড'-এর দীর্ঘ বিরতির পর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা আবারও বড় পর্দায় ফিরছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাদের আসন্ন অ্যাকশন ছবি 'রানাবালি'-র ঝলক, যেখানে রাশমিকাকে দেখা যাবে নায়িকার ভূমিকায়। ভক্তদের মধ্যে এই খবর নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।

বহু প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা 'রানাবালি'

'রানাবালি' সিনেমার মাধ্যমে বিজয় দেবেরাকোন্ডা তাঁর অ্যাকশন ইমেজ ধরে রাখছেন। প্রকাশিত ঝলকে ১৮৭৮ সালের প্রেক্ষাপটে গড়ে ওঠা এক সাহসী যুবকের গল্প দেখা যায়, যে ব্রিটিশদের অন্যায় শাসনের বিরুদ্ধে লড়াই করে নিজের মানুষদের কল্যাণ নিশ্চিত করতে চায়। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে সেই যুবক এক 'নির্দয় যোদ্ধা'তে পরিণত হয়। একটি দৃশ্যে বিজয়কে ঘোড়ার পিঠে চড়ে ব্রিটিশ অফিসারকে টেনে নিয়ে যেতে দেখা যায়।

ভিডিওটি শেয়ার করে বিজয় দেবেরাকোন্ডা লেখেন, "ব্রিটিশরা তাকে 'বর্বর' বলত। আমি একমত। সে ছিল 'আমাদের' বর্বর! একমাত্র 'রানাবালি'-কে পরিচয় করিয়ে দিচ্ছি। আর আমাদের সেই ইতিহাস সামনে আনছি, যেটা তারা চাপা দিতে চেয়েছিল।" এটিই এই ছবির প্রধান আকর্ষণ হতে চলেছে।

বিজয়-রাশমিকার তৃতীয় ছবি

'রানাবালি' হলো বিজয় ও রাশমিকা জুটির তৃতীয় সিনেমা। এর আগে তারা রোমান্টিক কমেডি 'গীতা গোবিন্দম' এবং পরে 'ডিয়ার কমরেড'-এ একসঙ্গে অভিনয় করেছেন, যা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। অন-স্ক্রিন রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের গুঞ্জন বহুদিনের। জানা যায়, ২০২৫ সালের অক্টোবরে তাদের বাগদান সম্পন্ন হয়েছে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চলেছেন।

মুক্তির তারিখ ও পরিচালকের নাম

'শ্যাম সিংহা রায়' খ্যাত পরিচালক রাহুল সাঙ্কৃত্যায়ন এই ছবিটি পরিচালনা করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছে জনপ্রিয় অজয়-অতুল জুটি। অ্যাকশন ড্রামা 'রানাবালি' ১১ সেপ্টেম্বর, ২০২৬-এ মুক্তি পাবে। ছবিটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালাম—একাধিক ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Tags: rashmika mandanna vijay deverakonda tollywood bollywood action movie runabali dear comrade geetha govindam rahul sankrityan