• দেশজুড়ে
  • জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে : কৃষ্ণ নন্দী

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে : কৃষ্ণ নন্দী

দেশজুড়ে ১ মিনিট পড়া
জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে : কৃষ্ণ নন্দী

জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে বলে জানিয়েছেন খুলনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সনাতন ধর্মের প্রার্থী কৃষ্ণ নন্দী।

মঙ্গলবার খুলনা সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

কৃষ্ণ নন্দী বলেন, অনেকে বলেন জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না। কিন্তু জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এদেশে জামাই আদরে রাখবে। একজন হিন্দুকেও ভারতে যেতে হবে না।

জামায়াতের এই প্রার্থী বলেন, একটি দলের মহাসচিব বলেছে-জামায়াত বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছে। কিন্তু জামায়াত কারো বিকাশ নম্বর নিয়ে টাকা দিয়ে ভোট কেনে না।

তিনি আরও বলেন, আপনারা হাটে-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কিনে বেড়াচ্ছেন, এটা ঠিক নয়। টাকায় মানুষ বিক্রি হবে না।

Tags: জামায়াত ক্ষমতায় এলে হিন্দু জামাই আদর কৃষ্ণ নন্দী