• আন্তর্জাতিক
  • এ সপ্তাহেই ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র?

এ সপ্তাহেই ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
এ সপ্তাহেই ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র?

ইরানি হাইপ্রোফাইল কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিখুঁত হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। জানা গেছে চলতি সপ্তাহেই সেই নির্দিষ্ট ও নিখুঁত হামলা শুরু হতে পারে।

মিডল ইস্ট আইয়ের রিপোর্টে বলা হয়েছে, ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে সাধারণ মানুষের মৃত্যুর জন্য দায়ী উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।

নাম প্রকাশে অনিচ্ছুক পারস্য উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তার দাবি অনুযায়ী, হোয়াইট হাউসে এই হামলার বিষয়ে আলোচনা বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। হামলার পর ইরান ঠিক কীভাবে পাল্টা আঘাত হানতে পারে, তা নিয়েই মূলত মার্কিন নীতিনির্ধারকদের মধ্যে ব্যাপক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে।

সাম্প্রতিক সময়ে ইরানে ছড়িয়ে পড়া সহিংস দাঙ্গায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীসহ অন্তত ৩ হাজার মানুষ নিহত হয়েছেন বলে সরকারি তথ্যে জানা গেছে। তেহরান এই অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশজুড়ে শান্তি ফিরে আসার মাধ্যমে ইরানি জাতি মূলত আমেরিকার ষড়যন্ত্রকে পরাজিত করেছে। কিন্তু মার্কিন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, উচ্চপর্যায়ের ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে এই নিখুঁত হামলা চলতি সপ্তাহেই শুরু হতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত পরিবর্তনশীল। তিনি জানান, ভেনেজুয়েলা উপকূলে মোতায়েন করা মার্কিন নৌবহরের চেয়েও বিশাল রণতরীবহর মধ্যপ্রাচ্যে ইরানের কাছে মোতায়েন করেছে পেন্টাগন। ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর থেকে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এর আগে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা জবাব হিসেবে কাতারের আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান।