• ক্যাম্পাস
  • পিঠা উৎসবে আমন্ত্রিত ছিলেন না কোনো প্রার্থী, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ কর্তৃপক্ষের: হাবিবুল্লাহ বাহার কলেজ

পিঠা উৎসবে আমন্ত্রিত ছিলেন না কোনো প্রার্থী, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ কর্তৃপক্ষের: হাবিবুল্লাহ বাহার কলেজ

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনার জেরে আয়োজিত সংবাদ সম্মেলনে কলেজ কর্তৃপক্ষের দাবি—আমন্ত্রণ ছাড়াই প্রার্থীর অনুপ্রবেশে বিশৃঙ্খলা।

ক্যাম্পাস ১ মিনিট পড়া
পিঠা উৎসবে আমন্ত্রিত ছিলেন না কোনো প্রার্থী, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ কর্তৃপক্ষের: হাবিবুল্লাহ বাহার কলেজ

হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম দাবি করেছেন, কলেজের পিঠা উৎসবে নির্বাচনী এলাকার কোনো প্রার্থীই আমন্ত্রিত ছিলেন না। জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রেক্ষাপটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যায় না বলেও উল্লেখ করেন তিনি।

হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম জানিয়েছেন, তাদের চলমান পিঠা উৎসবে ঢাকা-৮ আসনের কোনো নির্বাচনী প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়নি। কলেজের অনুষ্ঠান চলাকালে প্রার্থীর দলবলসহ 'অনুপ্রবেশে' বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মঞ্চের ক্ষতি হয় এবং সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তিনি বলেন, “যে কোনো প্রার্থী যদি পিঠা উৎসব চলাকালীন সময়ে আসতে চায়, কুশল বিনিময় করতে চায়, সেটি কলেজের প্রিন্সিপ্যালকে যদি অবহিত করতেন। তাহলে বিশ্বাস করি যে উনি নিজেই ব্যবস্থা নিতেন।”

অধ্যক্ষের বক্তব্য কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) ইমরুল কায়েস সভাপতির বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বলেন, তিনি তখন স্টল পরিদর্শন করছিলেন। এ সময় হঠাৎ গেটে প্রচণ্ড ভিড় ও অনেক লোক ক্যামেরাম্যান নিয়ে একসাথে ঢোকার চেষ্টা করতে দেখেন। তিনি জানান, ঢাকা-৮ আসনের জনৈক প্রার্থীর সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল না এবং তার আগমনের বিষয়েও কেউ তাকে অবহিত করেনি। অধ্যক্ষের মতে, জানা থাকলে তারা নিশ্চয়ই আগে থেকে ব্যবস্থা নিতেন।

প্রার্থীদের ভিন্ন ভিন্ন দাবি কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত না থাকার কথা বললেও, ডিম নিক্ষেপের ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এক সংবাদ সম্মেলনে ভিন্ন দাবি করেন। তিনি জানান, হাবিবুল্লাহ বাহার কলেজের এই অনুষ্ঠানে তার বেলা ১২টার দিকে এবং মির্জা আব্বাসের দুপুর ২টায় আমন্ত্রণ ছিল। অন্যদিকে, মির্জা আব্বাসকে গণমাধ্যমে বলতে শোনা গেছে, তার সেখানে যাওয়ার কথা ছিল বিকাল ৫টায়। অর্থাৎ, কলেজ কর্তৃপক্ষ ও প্রার্থীদের সময়ের দাবি নিয়ে পরস্পর-বিরোধী বক্তব্য রয়েছে।

Tags: election campaign nasiruddin patwari mirza abbas dhaka-8 habibullah bahar college pitha utshob campus chaos college authority