মঙ্গলবার বিকালে সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের বালিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি সমাবেশে পার্থ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘একটি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এমন বিশ্বাস করা শিরকের শামিল। এ ধরনের কেউ ভোট চাইতে এলে বলবেন— ভোট চাইতে সমস্যা নেই, কিন্তু ধর্মকে বিক্রি করবেন না। কেয়ামতকে ভয় করুন, নির্বাচনের চেয়েও কেয়ামত অনেক বড়।’
উন্নয়ন প্রসঙ্গে পার্থ বলেন, ‘বিগত বছরগুলোতে এ এলাকার মানুষের প্রকৃত জীবনমানের উন্নয়ন হয়নি, শুধু দৃশ্যমান কিছু দেখানো হয়েছে। আপনারা আমাকে বিশ্বাস করুন, আমার বাবাকে বিশ্বাস করেছেন। একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, পরে খালেদা জিয়াকে বিশ্বাস করেছেন। এবার তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখুন, বাংলাদেশ ঠকবে না।’
সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি রতন মিয়া, সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহসহ জেলা বিএনপি ও বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।