• রাজনীতি
  • জামায়াতের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন : জামায়াত প্রার্থী এটিএম আজহার

জামায়াতের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন : জামায়াত প্রার্থী এটিএম আজহার

রাজনীতি ১ মিনিট পড়া
জামায়াতের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন : জামায়াত প্রার্থী এটিএম আজহার

রংপুর প্রতিনিধি

রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া এবং হেনস্তা করার অভিযোগ করেছেন দলটির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বদরগঞ্জে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত যুব গণমিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, একটি বিশেষ দলের কর্মী-সমর্থকরা সংঘবদ্ধভাবে জামায়াতের নারী কর্মীদের হেনস্তা করছে। বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে। বিষয়টি প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, দাঁড়িপাল্লার গণজোয়ারে ভীত হয়ে বিএনপি প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এর আগে বদরগঞ্জের সাহাপুর মাঠ থেকে একটি নির্বাচনী যুব মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘গোলামি না আজাদী’, ‘আজাদী, আজাদী’, ‘গণভোটে হ্যাঁ দিন’, ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’, ‘তারুণ্যের প্রথম ভোট আজাদির পক্ষে হোক’—এমন নানা স্লোগান দেন।

এ সময় একটি হুট খোলা গাড়িতে জামায়াত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম আশপাশের মানুষকে দুই হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় তার পাশে বাংলাদেশের পতাকা দেখা যায়। উপস্থিত মানুষজনও হাত নেড়ে তার শুভেচ্ছার জবাব দেন। এ বিষয়ে রংপুরের রিটার্নিং কর্মকর্তা মো. এনামুল আহসান বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। কোনো অভিযোগ পাওয়া মাত্রই বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বদরগঞ্জে কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tags: ব্যবস্থা নির্বাচন কমিশন জামায়াত প্রার্থী জামায়াতের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে এটিএম আজহার