• রাজনীতি
  • অবহেলিত সাতক্ষীরায় ন্যায়ভিত্তিক সরকার গঠনে সমর্থন চাইলেন জামায়াত আমির

অবহেলিত সাতক্ষীরায় ন্যায়ভিত্তিক সরকার গঠনে সমর্থন চাইলেন জামায়াত আমির

রাজনীতি ১ মিনিট পড়া
অবহেলিত সাতক্ষীরায় ন্যায়ভিত্তিক সরকার গঠনে সমর্থন চাইলেন জামায়াত আমির

সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই সাতক্ষীরা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত জেলার তালিকায় পরিণত হয়েছে। পরিকল্পিতভাবে এই জনপদকে উন্নয়ন থেকে দূরে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, কোনো অপরাধ ছাড়াই জামায়াতের অসংখ্য নেতা-কর্মীর ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ২০১৫ সালে সাতক্ষীরায় তার সফরের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি সেদিন ভ্রমণে আসিনি। এসেছিলাম ৪৫ জন শহীদের পরিবার, বিধবা মা-বোন ও বাবাহারা শিশুদের খোঁজ নিতে।

তিনি বলেন, অনেক মা প্রশ্ন করেছিলেন তাদের সন্তানের কী অপরাধ ছিল। “আমি তাদের বলেছিলাম, আল্লাহ ছাড়া কাউকে কর্তৃত্বশালী না মানাই ছিল তাদের একমাত্র দোষ,”বলেন জামায়াত আমির।

তিনি অভিযোগ করেন, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকার কারণেই সাতক্ষীরাকে দেশের অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে বেশি অবহেলা করা হয়েছে। “সরকার সাতক্ষীরাকে দেশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেনি। এই জেলার সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে,”—যোগ করেন তিনি। জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল। হত্যা, গুম, ফাঁসি, দল নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের মাধ্যমে দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। তবে জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলে তিনি জানান।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, দলের নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো ব্যক্তি বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানানো হয়েছে। সাতক্ষীরাসহ সারা দেশে জামায়াতের কেউ চাঁদাবাজি বা সহিংসতার সঙ্গে জড়িত নয় বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, বিএনপিসহ অন্যান্য বিরোধী দল, সাংবাদিক ও আলেম-ওলামারাও গত ১৫ বছরে নির্যাতনের শিকার হয়েছেন। অনেক সময় নির্যাতিতরাই পরে নির্যাতনকারী হয়ে ওঠে। তাই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা জরুরি।ডা. শফিকুর রহমান সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও জনগণের সরকার গঠনের লক্ষ্যে সমর্থন চান। তিনি বলেন, মদিনা সনদের আদলে সুশাসন প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য।

সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান।

Tags: সরকার সমর্থন গঠন জামায়াত আমির অবহেলিত সাতক্ষীরায় ন্যায়ভিত্তিক